স্বাধীনতা তুমি
কবে আসবে তুমি হে স্বাধীনতা?
তোমার অপেক্ষায় দুয়ারে দাড়িয়ে আমি,
রফিক, শফিক, সালাম, বরকত-
আর জব্বারের কথা মনে করি!
কবে আসবে তুমি হে স্বাধীনতা?
মনে পড়ে যায় বায়ান্নর কথা!
ভাষার জন্য যারা হইল প্রাণ হারা!
মনে পড়ে যায় দুঃখিনী মায়ের কথা
যুদ্ধের জন্য সন্তান কে বলি দিল যারা,
কবে আসবে তুমি হে স্বাধীনতা?
মনে পড়ে যায় ৭ই মার্চের কথা –
উদ্ব্যান মাঠে জমে ছিল লক্ষ কোটি তারা!
দেশের জন্য যারা করিল প্রাণ দান,
তাদের স্মরণে গড়েছি স্মৃতিচারণ!
মনে পড়ে যায় ২৫শে মার্চের কথা
গণহত্যা করে ছিল পাকিস্তানিরা
সেই নির্মম নির্যাতনের কাছে
ক্ষান্ত হইনি আমরা চলেছি বীরের বেশে!
রাজ পথ গঙ্গার জলে ভাসে
ছাত্র জনতা মুখে মুখে বলে
বিজয়ের ধ্বনি উঠেছে বাঙালীর মনে
নয় মাসে ত্রিশ লক্ষ প্রাণের বিনিময়ে
আমরা পেয়েছি স্বাধীনতা!