Skip to content

১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ | সোমবার | ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বসন্তের খেলা

দক্ষিণ বাতাস দোল খেয়ে যায়
গাছের পাতায় পাতায়
কালো কোকিল গান গেয়ে যায়
জারুল গাছের শাখায়।

 

ফুল ফুটেছে মন লুটেছে
গোলাপ, গাদার হাসি
ঐ সেজেছে গাঁয়ের পথে
সবুজ বন রাশি।

 

ভরদুপুরে তালপুকুরে
লহর জলের খেলা
কাঁচা আমের ঘ্রাণ আসে
সকাল -সন্ধ্যা বেলা।

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ