Skip to content

২১শে ফেব্রুয়ারী, ২০২৪ খ্রিষ্টাব্দ | বুধবার | ৮ই ফাল্গুন, ১৪৩০ বঙ্গাব্দ

অজান্তে থাকো নীরবে

তোমার অনেক কথার ভিড়ে,
বলতে যাওয়া ভোলা কথা,
হয়নি বলা আর কোনোদিন;
ভুলেও গেছ হয়তো সেসব,
লাভ কি বল মনে রেখে!

শুনতে চেয়ে নীলাঞ্জনার,
কতো সময় গেছে কেটে,
অপেক্ষাতে প্রহর গুনে;
শুনেও হয়তো হয়নি শোনা,
কি’ই বা হতো সবটা শুনে!

তারচেয়ে যে এটাই ভালো,
ঘুরে ফিরে মনের ভিতর,
ভাবনাতে সব আসবে যাবে;
অনুভবে থাকবে ছুঁয়ে,
অনুরাগে নীরব হবে!

জানা শোনায় কী আসে যায়,
অজানাতেই জ্বলবে আলো,
যদি থাকে বিশ্বাসে সব;
তাতে আর কম কি কিছু?
সব ভালোর যে, হয় না ভালো!

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ