কালের রাখাল
তোমার জন্য অপেক্ষা করে থাকতে পারি অনন্তকাল
কিন্তু যখন দেখি, কালের কাঠি হয়ে তুমি
বারুদে আগুন হয়ে দাঁড়িয়ে থাকো
আমাকে পোড়াতে
পুড়িয়ে দিয়ে চলে যাও
আমার সমস্ত কাল থেমে যায়
আমার সমস্ত কাল থমকে দাঁড়ায়
শূন্যতায় শুধু, শূন্যতার জন্য অনন্ত অপেক্ষায় থাকে