ছায়ার সাথে খেলা
সকালবেলা সুর্যিমামা হাসে যখন
মনসাগরে সুখের তরী ভাসে তখন।
রোদের ঝিলিক দেখে ভীষণ ভালোই লাগে
ছায়ার সাথে খেলতে আমার ইচ্ছে জাগে।
দৌড়ি আমি, ছায়াও তখন দৌড়ে চলে
সেও রয়েছে খেলায় প্রথম হওয়ার দলে।
হাঁটলে আমি ছায়াও হাঁটে সমান তালে
থামলে দেখি ছায়াও থামে একই কালে।
জয়ী হওয়ার জন্যে ছায়া চেষ্টা করে
প্রতিদিনই সকাল থেকে সন্ধ্যা ভরে।
কিন্তু ছায়া হেরেই চলে, জিতি আমি
সুর্যিমামা হাসলে বাড়ে এ পাগলামী।