Skip to content

১২ই নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার | ২৭শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

ব্যবচ্ছেদ

মর্গে বেহুশ আত্মা পড়ে আছে অবহেলায়
আনুষ্ঠানিকতা বাকি শুধু ময়না তদন্তের
ইচ্ছের অপমৃত্যু হয়েছে বহু আগেই
লাশটা কেবলই পড়ে রয় অসাঢ় শক্ত হয়ে।

একটু বাদে ছুরি কাঁচির নিচে খণ্ডিত হবে
অপূর্ণ ইচ্ছের ভয়ার্ত কাটা ছেঁড়া
মূল্যহীন হৃদয়ে চলবে বিরামহীন ব্যবচ্ছেদ
নিস্তব্ধ জড় শবদেহে অমানুষিক নির্যাতন।

সে এক ভয়াল বীভৎস নিদারুণ করুণ দৃশ্য
চোখ বুঁজে উপলব্ধি করে যাই সারাক্ষণ।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ