নাট্যাভিনয়
অভিনয়ের মধ্যেও অভিনয় থাকে
নিজেকে আড়ালে রেখে, এগিয়ে যাওয়ার বাসনা থাকে
একেক সময় একেক রূপের অভিনয়ে – সফল হতে।
কৃত্রিম মঞ্চে যেমন নাটকের মধ্যেও নাটক থাকে
জীবনের নাট্যমঞ্চেও তাই, কে করে না অভিনয়?
পেটে তীব্র ক্ষুধার যন্ত্রণা নিয়েও কেউ তৃপ্তির টেকুর তুলে
আবার কেউ ভরা পেটেও ক্ষুধার্তের ভাব নেয়!
একেকজন – একেরকম পরিস্থিতিতে।
পুরো পৃথিবীটাই একটি নাট্যমঞ্চ
এখানে অবিরাম চিত্রায়ণ হয়, অসংখ্য খণ্ডচিত্র!
মঞ্চের ভিতরে মঞ্চ, অভিনয়ের মধ্যে অভিনব অভিনয় করা
নিখুঁত অভিনয়ে পারদর্শীর, বিখ্যাত হওয়ার প্রতিযোগিতা।