শরৎ বেলায়

দুর্বাঘাসে শিশির বিন্দু
নদীর কূলে কাশ,
হাওয়াতে পাই হিম হিম ভাব
শিউলীরই সুবাস।
শিমুল তুলার মতো ওড়ে
সাদা সাদা মেঘ,
রৌদ্র ছায়ার নিপুণ খেলার
দারুণ গতিবেগ!
যায় উড়ে যায় মেঘ ছুঁয়ে অই
পাখপাখালির ঝাঁক,
মন কেড়ে নেয় বাঁশের বনে
ডাহুকগুলোর ডাক!
বিল আর ঝিলের ডুবো জলে
শাপলা শালুক পাতা,
চাঁদনী রাতে জোনাক জ্বলে
হৃদয়ে রয় গাঁথা!
শরৎ বেলায় প্রকৃতিটা
নববধুর মতো,
মোহনীয় সাজে ভোলায়
মনের ব্যথা যত।