Skip to content

১১ই জুলাই, ২০২৪ খ্রিষ্টাব্দ | বৃহস্পতিবার | ২৭শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

শিশির কণা

শীত এসেছে শীত এসেছে
গ্রামের ঐ-যে হাটে,
কৃষক শ্রমিক খেটে যাচ্ছে
পাড়ার ঐ-যে মাঠে।

 

সূর্যি মামা হাসছে দেখো
কুয়াশা বুকে নিয়ে,
এক বিন্দু শিশির কণা
ফুটছে হাসি দিয়ে।

 

বুড়ো কাঁপছে তীব্র শীতে
চাদর গায়ে হাঁটে,
ঠাণ্ডা পানির বাতাস লাগে
ঐ-যে পুকুর ঘাটে। 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ