Skip to content

১১ই নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | সোমবার | ২৬শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

কাঁদে বাঙালি কাঁদে

জাগ্রত হও, হে মুজিব
ডাকছি অকাতরে,
কাঁদে বাঙালি কাঁদে
আজও তোমাকে ঘিরে।

এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
বলেছিলে উচ্চ শিরে,
এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম
বলেছিলে প্রতিবাদী স্বরে।

সাতই মার্চের ভাষণ সেদিন
নাড়া দেয় বিশ্ব প্রাণে,
সোনার ছেলেরা যুদ্ধে নামে
মা, মাটিরও টানে।

তুমি যে ছিলে বীর বাঙালি
রাজপথ কাঁপানো নেতা,
মানে নি তোমার সোনার ছেলেরা
পাকদের বর্বরতা।

বুকের তাজা রক্ত দিয়ে
এনেছে স্বাধীনতা,
জাগ্রত হও, হে মুজিব
আমার আকুলতা।

অনন্যা/এসএএস

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ