বৈশাখ এলো
বৈশাখ এলে মনে পড়ে
কদমতলার মেলা,
আউল বাউল গানের সুরে
করে দারুণ খেলা।
নাগরদোলায় চড়তে আজো
ইচ্ছে করে খুব,
মানব না আর কোনো বাধা
দিবই তাতে ডুব।
মাটির পুতুল হাত পাখা আর
নিব কিনে ঘুড়ি,
হরেকরকম কিনব আরো
খুশির নাইকো জুড়ি।
একতারা আর দুতারাতে
পাই যে ফিরে সুখ।
বৈশাখ এলেই বাংলা মায়ের
চিরচেনা মুখ।