শুভ দীপাবলী
দীপাবলীর রঙিন আলোয়
কাটুক অন্ধকার,
মুছে দিয়ে সকল আঁধার
খুলি বন্ধ দ্বার।
খুশির আলোয় ভরে যাক
বিশ্বের সব প্রাণ,
অশুভ ও অপশক্তির
হবে তিরোধান।
সাম্প্রদায়িকতা চাই না
শান্তি ফিরে আসুক,
আগের মতই পৃথিবীটা
আনন্দতে হাসুক।
ভেদাভেদ আর নয় কোন
হিংসা দ্বেষ ভুলি,
মানবতার হোক বিজয়
শুভ দীপাবলী।