মায়ের মুখে হাসি

স্বাধীনতার কথা শুনে
খোকা আঁকে ছবি
পাকবাহিনীর নির্যাতনে
কথা লিখেন কবি।
মায়ের মুখে ফুটলো হাসি
ফিরল ছেলে ঘরে
ছেলে দেখে মায়ের দু'চোখ
শান্তিতে যায় ভরে।
ছেলে পেয়ে মায়ে খুশি
খুশি ছোট বোন
বাবা পেয়ে ছেলে খুশি
খুশি প্রিয় জন।