Skip to content

১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ | সোমবার | ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

এবার চাকরীর সুযোগ এক্সিলেন্স বাংলাদেশ বাংলাদেশ ডিজিটালে

৩৬০ ডিগ্রি ডিজিটাল মার্কেটিং সলিউশন প্রোভাইডার কোম্পানি এক্সিলেন্স বাংলাদেশ ডিজিটালে চলছে বেশ কিছু শুন্য পদে নিয়োগ! পদগুলোতে রয়েছে বাসায় বসে কাজ করার সুযোগ।

 

৩ টি ইন্টার্নশিপ ছাড়াও ১ টি ফুল টাইম চাকরীর সুযোগ দিচ্ছে ব্র্যান্ডটি। শুন্য পদগুলো হচ্ছেঃ

 

১। ক্রিয়েটিভ গ্রাফিক এন্ড এনিমেশন ডিজাইনার(ফুল টাইম)

২। ক্রিয়েটিভ গ্রাফিক ডিজাইনার (ইন্টার্ন)

৩। কাস্টোমার রিলেশনশিপ ম্যানেজার (ইন্টার্ন)

৪। কনটেন্ট রাইটার এন্ড ডেভেলপার( ইন্টার্ন)

 

পদগুলোতে আবেদনের প্রক্রিয়াও ভিন্নধর্মী। গ্রাফিক ডিজাইনার এবং এনিমেশন ডিজাইনারের দুটো পদে আবেদনের জন্য চাকরী প্রার্থীর লাগবেনা কোনো সিভি। শুধু আবেদনকারীর আকর্ষণীয় পোর্টফলিও এবং এক্সিলেন্স বাংলাদেশ ডিজিটালের ভ্যাকেন্সি এনাউন্সমেন্ট পোস্টারটিকে আরো ক্রিয়েটিভ এবং আকর্ষণীয় করে মেইল করতে হবে digital.excellencebangladesh@gmail.com

 

আর কনটেন্ট রাইটিং এবং ডেভেলপিং এর জন্য লাগবে শুধু নিজের ডেভেলপ করা কিছু দারুণ কনটেন্ট!

 

আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২২শে মে ২০২১ পর্যন্ত!

 

বিস্তারিত জানতে ভিজিট করুন তাদের অফিসিয়াল ফেসবুক পেইজেঃ https://www.facebook.com/ExcellenceBangladeshDigital

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ