বহুরূপী মানুষ
এই দুনিয়ার রঙ্গ মঞ্চে
বহুরূপী মানুষ,
কেউ বা অলস ঘরে বসা
কেউ বা ঘুরতে বেহুঁশ।
কারো আছে অনেক সম্পদ
কেউ বা ভুখা ঋণে,
কেউ বা আবার মানব শূন্য
কষ্ট সন্তান বিনে।
কেউ বা সুখী কুঁড়েঘরে
যেনো শান্তির বাতি,
সব আছে তাও কেউ বা দুঃখী
নিত্য পোড়ায় ছাতি।
কেউ বা পাগল প্রেমের তরে
আপন সকল ছাড়ি,
পরের ঘরে কেউ বা আবার
পড়ায় রাতের শাড়ী।
রক্তে – মাংসে একই মানুষ
ভিন্ন স্বভাব গুণে,
ধান বিহনে ভাত হবে কি
শস্য যোয়ান বুনে?