কীর্তিমান
শত বাধা আর বিপত্তি উপেক্ষা করে,
বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে,
যারা বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়েছিল,
তাঁরা-ই মহান, তাঁরাই শহিদ।
পিতা-মাতা আর আপনজন ভুলে,
যারা ঝাঁপিয়ে পড়েছিল সংগ্রামে,
যারা বলেছিল উর্দু নয় বাংলা চাই,
তাঁরাই বীর, তাঁরাই কীর্তিমান।
দেশের স্বার্থে, মাতৃভাষার সম্মান রক্ষায়,
যারা নিজের ঘরে ফিরে যেতে পারেনি আজও,
ঘাতকের বুলেটও যাদের ভাষা কেড়ে নিতে পারে নাই,
তাঁরাই বাঙালি, চির অমর।