স্বপ্ন
ভালো নম্বর পেলে কি ভালো হওয়া যায়?
বুঝেছো কি আমার স্বপ্ন?
রোদ্দুর পেয়েছে অঙ্কেতে একশোর একশো,
মণিমালা ও পেয়েছে একশো।
লাস্ট বেঞ্চে বসা ওই ছেলেটা,
পাশ করেছে টেনেটুনে মাত্র।
ওদের ও আছে কোন না কোন প্রতিভা,
হয়তো,খেলাধুলাতে একশোর একশো।
যে ছেলেটা পড়তে পারেনি অভাব-অনটনে,
কাজের পরিচয়ে গড়েছে দেশের ভবিষ্যতের স্বপ্ন।
যে মেয়েটা হয়তো, সাতটা বিষয়ে কাঁচা
তার সুরেলা কণ্ঠে লাখো লাখো মুগ্ধ!
ভালো নম্বর পেলে কি ভালো হওয়া যায়?
বলোনা আমার স্বপ্ন?
মা-বাবা কখনো বুঝেছে কি স্বপ্ন?
ওরা বানাতে চায় ইঞ্জিনিয়ার বা শিক্ষক।
ওদের স্বপ্ন যদি বুঝতে চাও তোমরা,
একদিন ওরাই হবে দেশের গৌরব!
ভালো নম্বর পেলে কি ভালো হওয়া যায়?
বুঝেছো কি আমার স্বপ্ন!
অনন্যা/এসএএস