হাওয়ার শাড়ি
চোখের তারায় আগুনের ফুল
বুকের ভেতর বরফগলা নদী,
জ্বলেপুড়ে সব অঙ্গার হলো
বেখেয়ালি ক্যানো হে অন্তর্যামী।
চারিদিকে আজ লয় হয়ে গেছে
শুধু পড়ে আছে ধূ ধূ রুক্ষ মরুভূমি!
হে লজ্জাশীলা শুভ্রকন্যা!
ঘোমটার তলে কি ফোটাও বাঞ্ছামালি?
শান্ত হৃদয় বিজনমূর্তি –
মগজে মগজে ঢেউ ভাঙা নদীতীর,
কইলাসে বসে দেখি আর ভাবি;
মাঠি বুকে এ-কি শঙ্খনীল কারাগার!
এ-কি গুঞ্জন! এ-কি পঞ্জর!
শরশয্যা তো বিশ্ববুকের কোলে,
ভয়ানক ক্রোধে একুশ শতক-
ক্যানো ডুবে যায়; উদ্বাহু অবগাহনে?
এ-কী! এ কী হলো? দিব্যাঙ্গনা!
হাওয়ার শাড়ি হাওয়াতে-ই উড়ে না!