যদি পুড়িয়ে দাও
যদি পুড়িয়ে দাও হাত
তব পুড়ে যাবে কিন্তু পুড়বে না হাতের লেখা,
যদি পুড়িয়ে দাও চোখ
তবে পুড়ে যাবে কিন্তু পুড়বে না দৃষ্টিরেখা।
যদি পুড়িয়ে দাও পা
তবে পুড়ে যাবে কিন্তু পুড়বে না পথের সীমানা,
যদি পুড়িয়ে দাও মাথা
তবে পুড়ে যাবে কিন্তু পুড়বে না বুদ্ধির ঠিকানা।
যদি পুড়িয়ে দাও নাক
তবে পুড়ে যাবে কিন্তু পুড়বে না তোমার দেহের ঘ্রাণ,
যদি পুড়িয়ে দাও মন
তবে পুড়ে যাবে কিন্তু পুড়বে না আত্মার প্রাণ।
যদি পুড়িয়ে দাও সমস্ত দেহ
তবে পুড়ে যাবে কিন্তু পুড়বে না আমার অস্তিত্ব,
যদি পুড়িয়ে দাও তোমাকে
তবে সব পুড়ে যাবে কিন্তু কমবে না তোমার কর্তৃত্ব।