Skip to content

১২ই নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার | ২৭শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

চুলের যত্নে সাবধান

চুলের যত্নে একটু সচেতন হোন। ছোটখাটো সচেতনতায় চুলকে আরও সুন্দর ঝলমলে মজবুত করে। কিন্তু অনেকেই ছোটখাটো কাজগুলোকে নিয়ে অনেক হেঁয়ালি করে, যা উচিত নয়।

তাই চুলের যত্নে যে ভুলগুলো কখনোই করবেন না, সেগুলো জেনে নেই:

১- ভেজা চুল আঁচড়াবেন না। চুল ভেজা অবস্থায় কখনোই বালিশে মাথা রাখবেন না।
২- অনেকেরই তেল লাগাতে অসহ্য লাগে। তবে অল্প সময়ের জন্য হলেও সপ্তাহে দুই দিন চুলে তেল ব্যবহার করুন।
৩- প্রতিদিন কমপক্ষে চার থেকে পাঁচ বার চুল আঁচড়াবেন। এতে চুলের রক্ত সঞ্চালন সচল থাকবে এবং চুল পড়া কমবে।
৪- শাম্পুর পর অবশ্যই কন্ডিশনার ব্যবহার করতে ভুলবেন না।
৫- প্রতি ৩ দিন পরপর বালিশের কভার পরিবর্তন করুন।
৬- জট পাঁকানো চুলে কখনোই তেল ব্যবহার করবেন না। তেল ব্যবহার করার আগে চুল ভালো করে জট ছাড়িয়ে তারপর ব্যবহার করবেন।
৭- তেল দেওয়া কিংবা শ্যাম্পু করার সময় চুলে যেন নখ না লাগে, সেদিকে খেয়াল রাখবেন। নখ চুলের গোড়াকে দুর্বল করে তোলে।

অবশ্যই বেশি বেশি পানি পান করবেন। স্বাস্থ্যসম্মত খাবার খাবেন। শুধু প্রসাধনী নয়, সঠিক ও স্বাস্থ্যসম্মত খাদ্য অভ্যাস চুল, ত্বক, নখে অপরিসীম ভূমিকা রাখে।

অনন্যা/ডিডি

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ