চুলের যত্নে শিউলি ফুল যেভাবে ব্যবহার করবেন
প্রাকৃতিক উপাদানের কথা বললেই আমরা সাধারণত নারকেল তেল, আমলকি বা মেহেদির কথা ভাবি। কিন্তু অনেকেই জানেন না শিউলি ফুলের নির্যাসও চুলের যত্নে অত্যন্ত কার্যকরী। শিউলি ফুলের নির্যাস ও বীজ ব্যবহারের মাধ্যমে চুলের বিভিন্ন সমস্যা সমাধান করা সম্ভব।

শিউলি ফুল শুধু দেখতেই সুন্দর নয়, এর নির্যাস ও বীজেও রয়েছে নানা গুণ। এটি চুলের গোড়া মজবুত করে, খুশকি দূর করতে সাহায্য করে এবং চুলের প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরিয়ে আনে। শিউলি ফুলের নির্যাসে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং পুষ্টিগুণ চুল বড় করতে সাহায্য করে। এই নির্যাসের অ্যান্টিফাঙ্গাল উপাদান মাথার ত্বকের সংক্রমণ কমিয়ে খুশকি দূর করতে সাহায্য করে। শিউলি ফুলের ব্যবহার চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করে চুলকে স্বাভাবিক উজ্জ্বল ও মসৃণ রাখে। শিউলি ফুলের নির্যাস চুলের গোড়া মজবুত করে চুল পড়া কমায়। এটি প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে। এটি চুলকে নরম ও মসৃণ রাখতে সহায়ক।
নির্যাস তৈরীর প্রক্রিয়া
শিউলি ফুলের নির্যাস তৈরির জন্য সহজ কিছু ধাপ অনুসরণ করতে হবে। এই নির্যাস তৈরির জন্য প্রয়োজন ১ কাপ শিউলি ফুল, ২ কাপ পানি এবং ১ চা চামচ নারকেল তেল (ঐচ্ছিক)।
প্রথমে শিউলি ফুল ভালোভাবে ধুয়ে নিন। একটি পাত্রে দুই কাপ পানি গরম করুন। ফুটন্ত পানিতে শিউলি ফুল যোগ করুন এবং ১৫-২০ মিনিট কম আঁচে ফুটতে দিন। পানি যখন অর্ধেক হয়ে যাবে, তখন চুলা বন্ধ করে মিশ্রণটি ঠান্ডা হতে দিন। এরপর ছেঁকে বোতলে সংরক্ষণ করুন।
বেটে ব্যবহার করার উপায়
শিউলি ফুল বাটার মাধ্যমে আরও কার্যকরভাবে চুলের যত্ন নেওয়া যায়। শিউলি ফুল বেটে পেস্ট তৈরি করে সরাসরি মাথার ত্বকে লাগিয়ে ২০ মিনিট রাখুন, তারপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এটি চুলের গোড়া মজবুত করে। শিউলি ফুলের পেস্টের সঙ্গে মধু ও দই মিশিয়ে মাস্ক তৈরি করুন এবং চুলে লাগিয়ে ৩০ মিনিট রাখার পর ধুয়ে ফেলুন। এটি চুল নরম ও মসৃণ করবে। শিউলি ফুল বাটা ও লেবুর রস একসঙ্গে মিশিয়ে মাথার ত্বকে লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন। তারপর ধুয়ে ফেলুন। এটি খুশকি কমাতে সাহায্য করবে।
শিউলি ফুলের বীজ
শিউলি ফুলের বীজও চুলের যত্নে অত্যন্ত কার্যকর। এটি চুলের বৃদ্ধি বাড়াতে এবং মাথার ত্বকের স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে।
বীজের তেল
শিউলি ফুলের শুকনো বীজ পিষে নারকেল বা অলিভ অয়েলের সঙ্গে মিশিয়ে ৭ দিন রেখে দিন। এরপর ছেঁকে চুলের ত্বকে ম্যাসাজ করুন। এটি চুলের গোড়া মজবুত করতে সাহায্য করবে।
শিউলি ফুলের নির্যাস ব্যবহারের উপায়
শিউলি ফুলের নির্যাস সরাসরি মাথার ত্বকে ম্যাসাজ করলে এটি চুলের গোড়া শক্তিশালী করে এবং রক্ত সঞ্চালন বাড়ায়। এটি সপ্তাহে ২-৩ বার ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়।একটি স্প্রে বোতলে নির্যাস ঢেলে রেখে গোসলের পর চুলে স্প্রে করুন। এটি প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করবে এবং চুলকে মসৃণ রাখবে।নারকেল তেল বা অ্যালোভেরা জেলের সঙ্গে শিউলি ফুলের নির্যাস মিশিয়ে মাস্ক তৈরি করে চুলে লাগিয়ে ৩০ মিনিট রাখুন, তারপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এটি চুলের শুষ্কতা দূর করতে সাহায্য করবে।
খুশকি দূর করার জন্য
শিউলি ফুলের নির্যাসের সঙ্গে লেবুর রস মিশিয়ে মাথার ত্বকে লাগালে খুশকি দূর হয় এবং মাথার ত্বক পরিষ্কার থাকে।
সতর্কতা|
যারা অ্যালার্জির সমস্যায় ভুগছেন তারা ব্যবহার করার আগে হাতে একটু লাগিয়ে টেস্ট করে নিন। সংরক্ষণের জন্য ফ্রিজে রেখে দিন যাতে এটি বেশি দিন ভালো থাকে। প্রাকৃতিক উপাদান হলেও অতিরিক্ত ব্যবহার না করাই ভালো।
শিউলি ফুলের নির্যাস, বীজ ও বাটা চুলের জন্য এক অসাধারণ উপাদান যা ঘরে বসেই সহজে তৈরি করা যায়। এটি চুলের যত্নে একদম প্রাকৃতিক উপায়ে কার্যকরী ভূমিকা পালন করে। নিয়মিত ব্যবহার করলে চুল হবে মজবুত, ঝলমলে ও সুস্থ। তাই দেরি না করে আজই শিউলি ফুলের নির্যাস, বীজ ও পেস্ট ব্যবহার করে চুলের যত্ন নেওয়া শুরু করুন।