গন্তব্য
মনে হয় বর্ণরা লুকোচ্ছে,
হচ্ছে না যুক্তবর্ণের মিলনে
গুরুত্ববহ শব্দ।
অর্থবোধ ও নিরাপত্তাহীন
ভালোবাসার
অপুষ্টিতে ভুগছে
বাক্য।
তাইতো
ভাষা বাকরুদ্ধ!
প্রশ্নবাণে বিবেক,
কোথায় গন্তব্য?
উত্তর- নির্বাক।
হয়তোবা, কেউ জানে,
কেউ'বা আবার
জেনেও জানে না,
জানি না।