Skip to content

২রা জুন, ২০২৩ খ্রিষ্টাব্দ | শুক্রবার | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

শান্তিরক্ষা মিশনে কঙ্গোতে ১৮০ নারী পুলিশ সদস্য

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অংশ নিতে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসায় পৌঁছেছে বাংলাদেশ পুলিশের ১৮০ জন নারী সদস্যের একটি দল। গতকাল সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

 

ঐ প্রেস-বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২ জানুয়ারি (রবিবার) রাতে বাংলাদেশ বিমানের একটি চার্টার্ড ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন নারী পুলিশের ওই সদস্যরা। ঐ নারী পুলিশ সদস্যদের নেতৃত্বে থাকবেন কমান্ডার নাজমুন নাহার। 

 

রবিবার তাদের বিমানবন্দরে বিদায় জানান পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজি (এইচআরএম) মো. মাজহারুল ইসলাম, ডিআইজি (এইচআর) আবু হাসান মুহম্মদ তারিক, ডিআইজি (অপারেশনস ও অতিরিক্ত দায়িত্বে মিডিয়া অ্যান্ড প্ল্যানিং) মো. হায়দার আলী খান ও এআইজি (ইউএন অ্যাফেয়ার্স অপারেশনস) নাসিয়ান ওয়াজেদ।

 

উল্লেখ্য, ১৯৮৯ সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করছে বাংলাদেশ পুলিশ। ২০০৫ সাল থেকে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের ফরমড পুলিশ ইউনিট পাঠানো হয়। এরপর ২০১১ সাল থেকে কঙ্গোতে নারী ফরমড পুলিশ ইউনিট পাঠানো হচ্ছে।

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ