Skip to content

২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | বুধবার | ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রেসার কুকারের কঠিন দাগ দূর করুন সহজ কিছু পদ্ধতিতে

প্রযুক্তির আধুনিকায়নের সাথে সাথে মানুষের ব্যবহার করার সরঞ্জামের উন্নতি হয়েছে। রান্নার জন্য প্রেসার কুকার মানব ইতিহাসের একটি বিশেষ উদ্ভাবন। প্রেসার কুকার আমাদের দৈনন্দিন রান্নার কাজে একটি অত্যন্ত প্রয়োজনীয় সরঞ্জাম। কম সময়ে সুস্বাদু খাবার রান্না করার জন্য এর কোন প্রতিদ্বন্দ্বিতা নেই। তবে দীর্ঘদিন ব্যবহারের ফলে প্রেসার কুকারে ধীরে ধীরে দাগ জমে যায় যেটা দূর করা বেশ কষ্টসাধ্য। বিশেষ করে নিচে পোড়া দাগ বা চারকোণা দাগগুলোর পরিচ্ছন্নতা নিশ্চিত করা খুব কষ্টের কাজ। আমরা কিছু সহজ উপায়ের মাধ্যমে প্রেসার কুকারের কঠিন দাগ দূর করার পদ্ধতি জানব।

বেকিং সোডা এবং ভিনেগার দিয়ে দাগ পরিষ্কার
বেকিং সোডা এবং ভিনেগারের মিশ্রণ শক্ত দাগ দূর করার জন্য একটি কার্যকর উপায়।

যেভাবে করবেন:
প্রথমে প্রেসার কুকারের ভিতরে এক চা চামচ বেকিং সোডা এবং আধা কাপ ভিনেগার দিন।এরপরে কুকারে গরম পানি যোগ করুন, যাতে দাগ ঢাকা পড়ে।কুকারটি ১০-১৫ মিনিট রেখে দিন।এরপর একটি নরম স্ক্রাবার দিয়ে ধীরে ধীরে ঘষুন। দাগ উঠে আসবে। শেষে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিন।

লেবুর রস ব্যবহার
লেবু প্রাকৃতিক পরিষ্কারক হিসেবে কাজ করে। এটি কুকারের দাগ দূর করার পাশাপাশি দুর্গন্ধও দূর করতে সাহায্য করে।

যেভাবে করবেন
কুকারের ভিতরে দুটি লেবুর রস এবং কিছু পানি দিন। মিশ্রণটি কিছুক্ষণ গরম করুন। এরপর ঠান্ডা হওয়ার পর একটি স্পঞ্জ বা কাপড় দিয়ে ঘষুন। দাগ সহজেই দূর হবে এবং কুকারটি চকচকে হবে।

লবণ ও পানির মিশ্রণ
লবণ একটি প্রাকৃতিক স্ক্রাবিং উপাদান। এটি কুকারের পোড়া দাগ তুলতে অনেক কার্যকর।

যেভাবে করবেন
কুকারের ভেতরে ২-৩ টেবিল চামচ লবণ এবং অল্প পানি যোগ করুন। মিশ্রণটি ১০ মিনিট ফুটিয়ে নিন। ঠান্ডা হওয়ার পর দাগযুক্ত জায়গাগুলো স্ক্রাবার দিয়ে ঘষুন।কিছুক্ষণের মধ্যেই দাগ উঠে যাবে।

টুথপেস্টের ব্যবহার
টুথপেস্ট শুধুমাত্র দাঁতের যত্নে নয়, কঠিন দাগ দূর করতেও কার্যকর।

যেভাবে করবেন
একটি সাদা টুথপেস্ট নিন (রঙিন নয়)। কুকারের দাগযুক্ত জায়গায় এটি লাগিয়ে দিন। ৫-১০ মিনিট রেখে একটি নরম ব্রাশ দিয়ে ঘষুন। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন।

স্টিল ক্লিনার বা বার কীট
যদি দাগ খুবই শক্ত এবং ওপরের পদ্ধতিগুলো কাজ না করে, তাহলে স্টিল ক্লিনার ব্যবহার করতে পারেন।

যেভাবে করবেন
বাজারে পাওয়া স্টিল ক্লিনার বা বার কীট ব্যবহার করে দাগের উপর ঘষুন। এটি সাধারণত ধাতব পাত্রের দাগ দূর করার জন্য তৈরি, তাই এটি দ্রুত কাজ করে। ব্যবহারের পর অবশ্যই কুকারটি ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিন।

দাগ দূর করার সময় সতর্কতা
খুব বেশি শক্ত স্ক্রাবার বা ছুরি জাতীয় কিছু ব্যবহার করবেন না। এতে কুকারের উপর দাগ বা স্ক্র্যাচ পড়তে পারে। রাসায়নিক উপাদান ব্যবহারের সময় হাতে গ্লাভস ব্যবহার করুন। নিয়মিত কুকার পরিষ্কার করুন, যাতে দাগ জমে শক্ত হয়ে না যায়।

প্রেসার কুকারের দাগ দূর করা যদি কঠিন মনে হয়, তবে এই সহজ পদ্ধতিগুলো অনুসরণ করুন। আপনার কুকার দেখতে হবে একদম নতুনের মতো এবং রান্না করা খাবার হবে আরো সুস্বাদু এবং স্বাস্থ্যকর। প্রেসার কুকারের সঠিক যত্ন নেওয়া শুধু এর প্রেসার কুকারের স্থায়িত্বই বাড়ায় না, বরং আপনার রান্নাঘরকেও রাখে পরিচ্ছন্ন।

প্রেসার কুকারের কঠিন দাগ দূর করুন সহজ কিছু পদ্ধতিতে
ডাউনলোড করুন অনন্যা অ্যাপ