পৌষের মাঠ
সোনা ঝরা শর্ষে ক্ষেতে
হলদে মাখা হাসি
গুনগুনিয়ে মৌমাছিরা
বাজায় যেন বাঁশি।
প্রজাপতি ছোট পাখি
নিত্য উড়াউড়ি
মিঠেল দুপুর লাগে মধুর
যেন স্বপ্নপুরী।
পৌষ বিকেলে মেঠোপথে
মায়াবী রঙ ধুলো
ধুলোর সাথে নিত্য উড়ে
শালিক টিয়ে গুলো।
আহমাদ কাউসার প্রকাশ:
সোনা ঝরা শর্ষে ক্ষেতে
হলদে মাখা হাসি
গুনগুনিয়ে মৌমাছিরা
বাজায় যেন বাঁশি।
প্রজাপতি ছোট পাখি
নিত্য উড়াউড়ি
মিঠেল দুপুর লাগে মধুর
যেন স্বপ্নপুরী।
পৌষ বিকেলে মেঠোপথে
মায়াবী রঙ ধুলো
ধুলোর সাথে নিত্য উড়ে
শালিক টিয়ে গুলো।