বিজয় মাসের সুখ

একাত্তরের ডিসেম্বরে
স্বাধীন হলো দেশ
লাল সবুজের পতাকা পেলাম
পেলাম বাংলাদেশ।
ছোট্ট শিশু লাল সবুজের
পতাকা নিয়ে হাতে
জয়বাংলা স্লোগান দিয়ে
ঘুরে মাঠে ঘাটে।
বিজয় মাসের এমনই রূপ
সারা বাংলার বুকে
আবাল বৃদ্ধ বনিতা ভাসে
বিজয় মাসের সুখে।