বিজয় ও স্বাধীনতা
লাল সবুজের পতাকা ওই
আমার দেশের গৌরব,
বিশ্বের বুকে মাথা তুলে
ছড়িয়েছে সৌরভ।
আমাদের এই স্বাধীনতা
ছিলো চির কাম্য,
সবাই মোরা সবার তরে
আমরা মানুষ সাম্য।
নয় মাস যুদ্ধ করে পেলাম
বাংলার স্বাধীনতা,
তিরিশ লক্ষ প্রাণের দামে
দুঃখ শোকের কথা।
বাবার রক্তে রঞ্জিত হয়
বাংলাদেশের মাটি,
হীরে মনি এমন করে
হয়নি আজো খাঁটি।
সবাই আজকে দেশের তরে
রাখবো তার'ই সম্মান,
স্বাধীনতার জন্য যেন
দিতে পারি এই প্রাণ।