Skip to content

৭ই ডিসেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ | বৃহস্পতিবার | ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

খালি পায়ে পদ্মশ্রী গ্রহণ করলেন এই বৃদ্ধা

ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা হলো পদ্মশ্রী। শিল্পকলা, শিক্ষা, বাণিজ্য, সাহিত্য, বিজ্ঞান, খেলাধুলা, সমাজসেবা ও সরকারি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বিশেষ বিশেষ ব্যক্তিকে এই সম্মাননা প্রদান করে ভারত সরকার। সবাইকে চমকে দিয়ে এবছর এই পুরস্কার পেয়েছেন কর্ণাটকের এক আদিবাসী বৃদ্ধা।

 

নাম তুলসী গৌড়া। হাল্কাকি উপজাতির আদিবাসী তিনি। গত সোমবার (৮ নভেম্বর) ভারতের প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রীসহ বহু গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে পদ্ম মঞ্চে তিনি এই সম্মাননা গ্রহণ করেন। হাল্কাকির ঐতিহ্যবাহী পোশাকে আদিবাসী রীতি মেনেই খালি পায়ে হাজির হলেন পুরস্কার নিতে। 

 

পুরস্কার নেয়ার সময় তাকে দেখে একসঙ্গে করজোড়ে নমস্কার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই মুহূর্তের ছবিই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এমনকি সে ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী। 

 

৭৭ বছর বয়সের এই নারী অরণ্যের বিশ্বকোষ নামে পরিচিত। গত ৬০ বছর ধরে সবুজায়নকেই জীবনের মন্ত্র বানিয়ে নিয়েছেন। এই সময়ে ৩০ হাজার গাছের চারা লাগিয়েছেন, সন্তানস্নেহে লালন-পালন করে বড় করেছেন সেগুলোকে। বাড়িয়েছেন সবুজের সমারোহ। দিনে দিনে বেড়েছে তাঁর গাছগাছালি সম্পর্কে জ্ঞান। তাই তো পেয়েছেন এই উপাধি। এতো কিছুর পরেও তিনি নিজের রীতি রেওয়াজ কিন্তু মোটেও ভুলেননি। খালি পায়ে রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নিতেও কোনও দ্বিধা করেননি তিনি। এক সাহসী ও ব্যক্তিত্বের পরিচয় দিয়েছেন তিনি।

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ