ঈদ আনন্দ
খোকার মনে ঈদের খুশি
মনটা লাগে ভালো
সবার মাঝে ছড়িয়ে পড়ে
শান্তি সুখের আলো।
ঈদ আনন্দ ছড়িয়ে পড়ে
সব মানুষের মাঝে
রং বেরঙের পোশাক পড়ে
খোকা খুকু সাজে।
ঘরে ঘরে মিষ্টি সেমাই
খাওয়া-দাওয়া চলে
ধনী গরীব নেই ভেদাভেদ
সবাই যে এক দলে।
ঈদের খুশি ছড়িয়ে পড়ুক
এইতো আমার চাওয়া
এই কামনা সবার মনে
থাকুক সুখের হাওয়া।
কোলাকুলি সবার সাথে
ঈদ নামাজের শেষে
এই মোনাজাত শান্তি থাকুক
আমার প্রিয় দেশে।