Skip to content

৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

এক একটা চক্রবূহ্য

এক একটা চক্রবূহ্য তৈরি হচ্ছে মুহূর্ত থেকে মুহূর্তের গতির অভ্যন্তরে
যুদ্ধের কৌশল বুঝে নিয়ে পরবর্তী সুচারু রণকৌশল
এদিকে ফুরিয়ে আসছে আয়ু
এদিকে ফুরিয়ে আসছে দানাপানি।

 

গাড়ি জ্বলছে বাড়ি জ্বলছে হাসপাতাল
ফাঁদের পর ফাঁদ, এ তাকে জালে ধরে
নিমেষে গিলে নিতে চায়ছে ভূধর কুণ্ডলীতে
এ তাকে নির্মূল করতে একেবারে গোড়া থেকে উচ্ছেদ।

 

এদিকে মাটির গভীরে গিয়ে লুকিয়েছে যে সাধারণস্য সাধারণ
অন্তত বোমার ঘায়ে  চূর্ণবিচূর্ণ হয়ে উড়ে যেতে না-হয়
যেকোনোসময় যেকোনোমূহুর্তে সেখানেও ঘটে যেতে পারে অন্ধকূপ হত্যা
এ দুঃসময়ে কে কার তবে সুনিশ্চিত করবে নিরাপত্তা।

 

ভগবান যখন স্বয়ং নিধন যজ্ঞে নেমেছে
মানুষ তবে কোথায় গিয়ে কার কাছে পাবে আর এতটুকু আশ্রয়।

 

রাষ্ট্রে রাষ্ট্রে বিভাজন, স্পষ্ট স্নায়ুযুদ্ধ
কেউ পক্ষে, কেউ বিপক্ষে,কেউ নিরপেক্ষ
যে যার মতো করে বুঝে নিচ্ছে পরবর্তী অবস্থান।

 

মৃত সন্তানের মাথা কোলে রেখে মায়ের বুক জ্বলছে
গোটা দেশ পুড়তে পুড়তে পশু পাখি সমেত, এদিকে, নিস্তব্ধ শ্মশান।

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ