শব্দ ছক
শব্দ সন্ত্রাস শুরু হয়ে গিয়েছে দিকে দিকে
বুঝে নিতে হবে এ এক নিদারুণ ঝড়ের পূর্বাভাস
তোমার আমার বহমান মলয় বাতাস
আড়াল থেকে উদ্ধত ক্ষেপণাস্ত্র হাতে
শ্বাসরোধ করতে ছুটে আসছে কেউ
ষাঁড় গুলো সব লালফিতের ফাঁসে বাঁধা
খেপিয়ে দেওয়াটাই কারো কারো তুরুপের তাস।
এই অসময়ে তুমি যদি ফাঁদে রাখো পা
তবেই তো কেল্লাফতে, দিকে দিকে পুড়ে যাবে ফাল্গুন
অসম্পূর্ণ শব্দ ছকের সামনে দাঁড়িয়ে সাবধান হও বন্ধু
ভেতরের লাল সংকেত জারি করে নিয়ত সতর্ক থাকো।
ধারণের নামে যারা করে ধ্বংস
ক্ষুদ্র ক্ষুদ্র সৃষ্টির নিরন্তর প্রয়াসে, সবাইকে করে দিতে হবে নিঃবংশ
সন্ত্রাসীদের ছুঁড়ে ফেলে দিতে হবে দিকে দিকে সভ্যতার আস্তাকুঁড়ে।