অনুস্বর
মেরুদণ্ড মই বানিয়ে উঠে পড়ছো পরপর
এরপর তোমার পায়ের তলায় পিষে দিচ্ছ হাড়
জানোনা বুঝি সিঁড়ির পাশে, সাপও ঠিক থাকে
সাপের মুখে চুমু খেলে কী মিটে যাবে দায়ভার।
মেরুদণ্ড গুঁড়িয়ে দিয়ে আনলে ভাতকাপড়
চিরটাকাল যাতে তোমার অনুগতই থাকে
তুমি প্রভু, তুমি মহান জয়ধ্বনি করে
জানোনা বুঝি সংবহনে, স্রোতের বাঁকে বাঁকে।
উল্টো পথে কেউ কেউ, উড়াল দেয় ডানায়
কারো আকাশ ছিনিয়ে নিয়ে, নিজেই হবে সব
ভোজবাজিতে একদিন ঠিক সড়ে যাবে সব মাটি
থাকবে প্রাসাদ থাকবে বাগান থাকবে না কলরব
নিজের ঘরে রাজা, খাবে কি ব্যাঙ ভাঁজা
মেরুদণ্ড গুঁড়িয়ে গিয়ে মাঠ হলো যে গড়।