বুলবুলিটার বিয়ে
বুলবুলিটা বর সেজেছে
আজকে যে তার বিয়ে
বরের সাথে যাবে আরো
দোয়েল,শ্যামা,টিয়ে।
পাশের বনের তেঁতুল গাছে
কনের বাবার বাড়ি
কনের জন্য কিনল বরে,
হলদে রঙের শাড়ি।
টোপর মাথায় সাজবে কনে,
হাতে রঙিন শাখা
বুলবুলিটা বসবে পাশে
মেলে দুটি পাখা।