অপরূপা
চমকে গিয়ে থমকে দাঁড়াই ব্রহ্মপুত্রের বাঁকে,
এমন করে মধুর স্বরে কে আমাকে ডাকে!
নীল শাড়িতে শুভ্র তনু লজ্জাতে তার ঢাকা,
জোছনারাঙা অঙ্গে যে তার স্বপ্নের সুখ রাখা।
নীল চোখে তার কাজল আঁকা ভালোবাসার ভাষা,
তার দিকেতে তাকিয়ে আমার পূর্ণ হল আশা।
কী অপরূপ রূপসী সে উপমা তার নাই,
স্বর্গ থেকে হুরপরীরা বলছে এ রূপ চাই।
আমি কি আর রূপের মোহে থাকতে পারি দূরে?
ভালোবেসে তৎক্ষণাতই করছি আপন তারে।
পরীর মতো প্রিয়া পেয়ে নেই তো পলক চোখে,
তাকে নিয়ে হারিয়ে গেলাম অজানা এক সুখে।
হাতের উপর হাতটি রেখে করছি শপথ তাই,
তাকে নিয়ে জীবন ভরেই সুখী থাকতে চাই।
সোনা-দানা চাই না আমি থাকতে এমন প্রিয়ে,
ভালোবাসার বাঁধবো বাসর সঙ্গে তাকে নিয়ে।