Skip to content

৫ই অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ | শনিবার | ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

দ্বীনপুরের ধনী

দেহের আগে পবিত্র করো
তোমার নাপাক মন,
অজুর আগে তনু গড়ো
খেয়ে হালাল ধন।
 
কালা-রুজি'র রক্ত-দেহে
যতই করো ধর্ম,
পতি অবধি ছাড় পাবেনা 
ধর্মপত্রের মর্ম।

 

লেবাসধারী ধার্মিক হয়ে
যদি হারাম খাও,
সব বন্দেগী নষ্ট হবে
কাঁদবে শেষে ফাও।

 

শোন মানুষ ছেড়োনা হুঁশ
টাকাকড়ি সব নয়,
আসছো খালি যাবে খালি
মিছে দুনিয়ার জয়।

 

রুটিরুজি হালাল করে
রিপু পুঁতো জ্যান্ত,
দেখবে বিধির মুচকি হাসি
দ্বীনপুর হবে শান্ত।

 

ধর্মের আগে ধার্মিক হও
খেয়ে খাঁটি রুজি,
স্রষ্টা'র ধনে হবে ধনী
বাড়বে স্বর্গ- পুঁজি। 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ