সদাইপাতি
ছুটির দিনে সকাল বেলা
বিশাল থলে হাতে,
ব্যাগ ভর্তি বাজার চাই
বউ রয়েছে সাথে।
বাজারে গিয়ে চক্ষুস্থির
দাম হলো আগুন,
চোখ রাঙায় বউ আমার
করবে বুঝি খুন।
সদাইপাতি বহু হয়েছে
ভরলো না যে থলে,
দু’কান আমার ঝালাপালা
বৌয়ের মুখ চলে।
কনক কুমার প্রামানিক প্রকাশ:
ছুটির দিনে সকাল বেলা
বিশাল থলে হাতে,
ব্যাগ ভর্তি বাজার চাই
বউ রয়েছে সাথে।
বাজারে গিয়ে চক্ষুস্থির
দাম হলো আগুন,
চোখ রাঙায় বউ আমার
করবে বুঝি খুন।
সদাইপাতি বহু হয়েছে
ভরলো না যে থলে,
দু’কান আমার ঝালাপালা
বৌয়ের মুখ চলে।