বাতিঘর
প্রজাপতি হাসছে দেখ
স্কুল খুলেছে বলে
পাঠশালাতে ছেলে মেয়ে
যাচ্ছে দলে দলে।
মাঠের নরম দূর্বাঘাসে
ফড়িং টা ঐ নাচে
ছেলে মেয়ে স্কুলে গিয়ে
নতুন করে বাঁচে।
ফুল পাখিরা গাইছে গান
বাজতে দেখে ঘণ্টা
কোমল মতি ছেলে মেয়ের
উঠছে ভরে মনটা।
মনোযোগী হলে পাঠে
স্বপ্ন দেবে উঁকি
স্বাস্থ্যবিধি না মানলে তাই
আছে অনেক ঝুঁকি।
শিক্ষা নামক বাতিঘরে
জ্বলছে জ্ঞানের আলো
করোনা তুই দূর হয়ে যা
সবাই থাকুক ভালো।