Skip to content

বাংলার কথা

বাংলার কথা

বাংলার নদী, বাংলার মাটি 
বাংলার বুকে সবুজ ঘাস, 
বাংলার ফুল, বাংলার ফল 
বাংলার কৃষক করেছে চাষ। 

 

বাংলার আকাশ, বাংলার হাওয়ায় 
বাংলার বুকে উড়ছে ঘুড়ি, 
বাংলার শিশু, বাংলার নারী 
বাংলা ভাষায় বলতে পারি। 

 

বাংলার ধান, বাংলার পাটে 
বাংলার কৃষক উৎসব করে, 
বাংলার রাখাল, বাংলার সুরে 
বাংলার গানে কথা বলে।