‘দাগি’ আসছে এইবারের ঈদে
বাংলাদেশের চলচ্চিত্র জগতে নতুন এক মাত্রা যোগ করতে আসছে ‘দাগি’। বহু প্রতীক্ষার পর অবশেষে সেন্সর বোর্ডের অনুমোদন পেয়েছে সিনেমাটি। ফলে ঈদে মুক্তির পথে আর কোনো বাধা নেই।
শাস্তি ও মুক্তির গল্প ‘দাগি’ ‘দাগি’ শব্দটির অর্থই হলো চিহ্নিত, কলঙ্কিত কিংবা অপরাধী। সিনেমাটির গল্পও আবর্তিত হয়েছে এই থিমের চারপাশে। মূলত এটি প্রেম, বিরহ ও প্রায়শ্চিত্তের একটি গল্প। এই গল্পে দেখা যাবে আফরান নিশো ও জেরিন চরিত্রের মধ্যকার ভালোবাসা, বিচ্ছেদ, অনুশোচনা এবং শাস্তির আবর্তে ঘুরতে থাকা একটি জীবন। নির্মাতা শিহাব শাহীন জানিয়েছেন, গল্পটি অনন্য এবং ভীষণ আবেগময়। এমন গল্প বাংলাদেশের সিনেমায় আগে দেখা যায়নি।
তিনি বলেন, “নিশান-জেরিনের ভালোবাসা ও বিরহের গল্প ‘দাগি’। একইসঙ্গে এটি অনুশোচনা ও মুক্তির গল্পও। কারাগার ও অপরাধের ছাপ একজন আসামির জীবনের প্রতিটি স্তরেই থেকে যায়। এখান থেকেই ক্ষমা ও প্রায়শ্চিত্তের বিষয়টি উঠে আসে। এটি ধর্ম, মানবতা ও জীবনের এক অবিচ্ছেদ্য অংশ।”
সিনেমাটি সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে “ইউ” (ইউনিভার্সাল) সার্টিফিকেট পেয়েছে। এর অর্থ এটি সব বয়সের দর্শক দেখতে পারবেন। সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড ও সহপ্রযোজক চরকি এই খবর পেয়ে দারুণ উচ্ছ্বসিত।
এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল বলেছেন, “আমরা এমন একটি সিনেমা বানানোর চেষ্টা করেছি যা পুরো পরিবার একসঙ্গে উপভোগ করতে পারে। সেন্সর বোর্ড থেকে ‘ইউ’ গ্রেড পাওয়ায় আমরা নিশ্চিত হয়েছি যে এটি সত্যিই সবার জন্য উপযুক্ত একটি চলচ্চিত্র।”
চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, “ঈদে পরিবার নিয়ে সিনেমা দেখার যে সংস্কৃতি গড়ে উঠেছে সেটিকে আরও সমৃদ্ধ করতেই আমাদের এই প্রচেষ্টা। ‘দাগি’ তেমনই একটি কাজ যেটা দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে।”
ঈদে বড় পর্দায় ‘দাগি’ সিনেমার প্রযোজক, নির্মাতা ও অভিনয়শিল্পীরা আশাবাদী যে, ‘দাগি’ ঈদে দর্শকদের জন্য একটি বিশেষ উপহার হয়ে উঠবে। ইতোমধ্যে সিনেমাটির টিজার, রোমান্টিক গান ও অফিসিয়াল পোস্টার প্রকাশিত হয়েছে। দর্শকদের কাছ থেকেও বেশ ইতিবাচক প্রতিক্রিয়া এসেছে।
সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো, তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশার, রাশেদ মামুন অপুসহ আরও অনেকে। ঢাকা, রাজশাহী ও সৈয়দপুরে হয়েছে সিনেমাটির শুটিং। সিনেমার চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নির্মাতা শিহাব শাহীন নিজেই।
সব মিলিয়ে, প্রেম, বিরহ, শাস্তি ও মুক্তির এক অনন্য গল্প নিয়ে আসছে ‘দাগি’। এই ঈদে পরিবার, বন্ধু কিংবা প্রিয়জনের সঙ্গে উপভোগ করুন এক অসাধারণ সিনেমা।