ডেঙ্গু প্রতিরোধে করণীয়
করোনা মহামারির মধ্যেই বেড়েছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। ঘরে ঘরে মানুষ অসুস্থ হয়ে পরছেন। এমন পরিস্থিতিতে সুস্থ থাকাটাই যেন বড় বিষয়। একমাত্র সচেতনতার মাধ্যমেই কেবল এই পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব। চলুন তবে জেনে নেওয়া যাক ডেঙ্গু প্রতিরোধে করণীয়-
ডেঙ্গু প্রতিরোধে ছোট-বড় সকলে ফুলহাতার জামা-কাপড় বা শার্ট – প্যান্ট ব্যবহারের করুন। বড় জামাকাপড় ব্যবহারে মশা সহজেই কামড়াতে পারে না৷
হাতের নাগালে সবসময় স্প্রে বা এরোসোল রাখুন। নিয়মকরে ঘরে স্প্রে করুন। এছাড়া পাড়া বা মহল্লায় নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান ও মশার ওষুধ স্প্রে করা, লার্ভিসাইড ছিটানোর মতো কার্যক্রম করুন। এতে মশার উপদ্রব অনেকটা কমে যাবে।
দিনের বেলায় যখন ঘুমাবেন অবশ্যই মশারি ব্যবহার করবেন। মশা থেকে বাঁচতে মশারি বেশ গুরুত্বপূর্ণ। এছাড়াও দরজা-জানালাসহ ঘরের বারান্দায় নেট ব্যবহার করতে পারেন। এতে ঘরের ভেতরে মশা প্রবেশের কোন সুযোগ থাকবে না৷ ফলে ঘর থাকবে মশামুক্ত।
বাড়ির আশেপাশে ফাঁকা জায়গায় পানি জমতে দিবেন না৷ পানি জমতে পারে এমন কোনো পাত্র বা গর্ত থাকলে তা ভরিয়ে ফেলুন। কারণ জমে থাকা পানিতে মশা জন্মায়। এসব ব্যাপারে সবসময় সচেতন থাকুন। এগুলো আপনাকে ডেঙ্গু প্রতিরোধ করে সুস্থ থাকতে সাহায্য করবে।