পাখপাখালির বাংলাদেশ
টুনটুনি আর দোয়েল পাখির
কণ্ঠে মধুর গান
বউ কথা কউ, বুলবুলি আর
শ্যামা কাড়ে প্রাণ।
মজবুত ও ধারালো ঠোঁট
নখের আঁচড় দিয়ে
শিকারি চিল, ঈগল ও বাজ
যায় যে শিকার নিয়ে।
পানকৌড়ি, সারস, কোঁড়া
ঝিল-পুকুরে দেখি
ময়না, টিয়া, পায়রা, ঘুঘু
ঘরে পোষা পাখি।
চড়ুই, শালিক, কাক, কোকিল
বক পাখিও দেখি
মোরা পাখির ডাকে ঘুমিয়ে পরি
জাগিয়েও তোলে পাখি।