ঈদের ভোজ

বছর ঘুরে ফিরে এলো
কুরবানীর ওই ঈদ
সেই আনন্দে খোকা-খুকী
গাইছে খুশির গীত।
ঈদের গরু কিনবে খোকা
যাবে পশুর হাটে
সবাই মিলে পড়বে নামাজ
ঈদ গাহের ওই মাঠে।
পড়ায় পাড়ায় ঘুরবে খোকা
নিবে সবার খোঁজ
দুস্থ অনাথ সাথে নিয়ে
করবে খোকা ভোজ।