পৃথিবী আবার শান্ত হবে
অশান্ত ঢেউ, চারদিক অদ্ভুত হাহাকার
চিরচেনা প্রকৃতির নগ্ন উৎসবে অচেনা রূপ,
মহামারি, রাহাজানি, খুন, ধর্ষণে বিধ্বস্ত মন
তলাবিহীন ভিক্ষার ঝুলিতে ক্ষুধার্ত আত্মা!
আন্তরিকতার অভাবে অন্তর পুড়ে ছারখার
চিন্তারেখা চিতায় উঠে গেছে বহু আগে,
ভাগ্যরেখায় অনিশ্চিত ভবিষ্যৎ ছোঁয়া,
দর্পণে দর্পিতের অবয়ব কিম্ভূতকিমাকার।
বিদঘুটে অন্ধকার অপেক্ষায় স্বপ্নিল প্রভাতের
পৃথিবী একদিন শান্ত হবে নিয়মতান্ত্রিক সূত্রে,
মুছে যাবে যত গ্লানি, ঘুচে যাবে সকল আঁধার,
হয়তো থাকব না, তবুও ভালো থাকুক আগামী