অভিযোগ

চাঁদ বলে স্বল্প আলো সূর্যের ছলনায়
সূর্য থাকে মেঘের ছুটোছুটির বাহানায়;
মেঘ এড়িয়ে চলে সমুদ্র হেয়ালীপনায়
সমুদ্রের অবহেলায় নদী নাব্যতা হারায়!
খাল – বিলের অভিযোগে নদী দিশেহারা
ফসলী জমিতে তখন লাগে ভীষণ খরা।
মালিক শাসায়; যেন সবই কৃষকের হেলা
দোষী হয় ভাগ্যচক্র, চলে প্রকৃতির খেলা।
অন্যদিকে আঙুল তুলে এড়িয়ে যাই দোষ
অভিযোগে সবাই ব্যস্ত, অন্যে হই নাখোশ।