মা
মা গো তোমার দিন কেটে যায়
রান্নাঘরের কোণে
একটুও কি সাধ আহ্লাদ
নেই মা তোমার মনে?
রান্না ঘরের বাইরেও মা
কাজ কি তোমার কম
কাপড় কাঁচা বাসন মাজা
বেরোয় তোমার দম।
তবুও মা তোমার মুখে
হাসিই শুধু ঝরে
সবাই ভাবে একা হাতে
সামলাও কি করে।
তোমার কাছে যেই আসি মা
ভালবাসা পাই
তোমার স্নেহ মায়ায় ছায়ায়
বাঁচতে শুধু চাই।
মায়ের মত কাউকে পাওয়া
যায় না দুনিয়ায়
দেখলে ডাকে সোনা মানিক
আয়রে বুকে আয়।