ডিমের সাহায্যে ত্বক ও চুলের যত্ন
ডিম সবার জন্য একটি আদর্শ খাবার। পুষ্টিগুণে ভরপুর এই ডিম খাবারের পাশাপাশি রূপচর্চায়ও অনন্য। আজ জানবো ত্বক ও চুলের যত্নে ডিমের নানা উপকার সম্পর্কে –
চুল ভাঙা রোধ – ডিম চুল ভেঙে যাওয়া রোধ করে। ডিমের সঙ্গে অলিভ অয়েল মিশিয়ে ব্যবহার করলে তা রুক্ষ চুলকে কোমল ও মসৃণ করে তোলে৷ এটি নিয়মিত ব্যবহারে আপনার চুল হবে আরো সুন্দর ও ঝলমলে।
কন্ডিশনার- ডিম প্রাকৃতিক কন্ডিশনারের কাজ করে। ডিমের সঙ্গে দই মিশিয়ে ব্যবহার করলে চমৎকার ফলাফল পাওয়া যায়। নিয়মিত গোসল শেষে এটি ব্যবহার করলে আপনার চুল থাকবে সুন্দর।
ঝলমলে চুল – ঝলমলে চুল পেতে ডিম ব্যবহার করতে পারেন৷ এজন্য দুটো ডিম নিয়ে নিন। এরপর তাতে এক টেবিল চামচ মধু ও ২ টেবিল চামচ দুধ নিন। সব উপকরণ ভালো করে মিশিয়ে চুলে লাগান। কিছুক্ষণ রেখে তারপর ধুয়ে ফেলুন।
তৈলাক্ত ত্বকের যত্নে- তৈলাক্ত ত্বকের জন্য ডিম ভীষণ উপকারি৷ যাদের ত্বক তৈলাক্ত তারা ডিমের সাদা অংশের সঙ্গে আধা চা চামচ লেবুর রস ও এক চা চামচ মধু মিশিয়ে প্যাক তৈরি করে নিন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। নিয়মিত এটি ব্যবহারে আপনার ত্বকের তেলতেলে ভাব অনেকটা কমে যাবে।
উজ্জ্বলতা বৃদ্ধি করে – ডিম ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে। ডিমের সাদা অংশের সাথে আধা চা চামচ মধু মিশিয়ে ত্বকে লাগালে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায়। তাই ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ডিম ব্যবহার করতে পারেন।