শীত এসেছে আহমাদ কাউসার প্রকাশ: ২ নভেম্বর ২০২১, ০১:১৭ পিএম শীত এসেছে গাঁয়ের পথে, ফসলভরা মাঠে মেঠোপথের বুনো ফুলে, ছোট খেয়া ঘাটে। শীত এসেছে দুরের গাঁয়ে, সাদা আচল পরে, গাছের পাতায় শীত এসেছে, শিশির ঝরে পড়ে। শীত এসেছে গাছির মনে, রসের হাঁড়ির মাঝে লতাপাতায় শীত এসেছে যেন মরে লাজে। Share