স্বাধীনতার স্বাদ
ইচ্ছে স্বাধীন বলছি কথা
আমার আপন ভাষায়,
নতুন নতুন স্বপ্ন মনে
বেঁচে থাকার নেশায়।
প্রাণে আমার শান্তি ভরপুর
স্বাধীনতারই সুখে,
গুনগুন মনেতে খুশির গান
বাজে সারাক্ষণ মুখে।
পরাধীনতার কলঙ্ক ভুলে
বাংলাতেই কথা বলি,
বাংলায় করি ভাব বিনিময়
মুক্ত বাংলায় চলি।