অন্ধকারে অন্ধ মানব

হাওয়ায় উড়ছে শাড়ির আঁচল,
সেথা ঢাকা পড়ে না কারো মুখ,
তবে বসন্ত এসে কী হবে জীবন পাতায়?
উদাস বাতাসে উড়ে দীঘল চুল,
চোখের তারায় ভাসে রঙিন স্বপ্ন,
আল্পনার ছোঁয়া লাগে হিসাবের খাতায়।
নিঃশব্দ শক্ত প্রাচীরে নামে আঁধার,
অন্ধকারে অন্ধ ধ্যানে নিবিষ্ট মানব,
অতঃপর কাঙ্ক্ষিত স্বপ্ন পিষ্ট হয় জাঁতায়।
অনন্যা/এসএএস