মেঘ কারে ডেকে যায়

মেঘ কারে ডেকে যায় এই অবেলায়
আমিতো দাঁড়িয়ে আছি তাকিয়ে আকাশ পানে
মনেরও সেই দখিনা বারান্দায়
দূরে ঐ সবুজ পাহাড় দেখি
ভেজা ভেজা মাতাল হাওয়ায়
কবিতারা ফিরে গেছে কার ডাকে দিতে সাড়া
মেঘ নাকি আকাশের সীমানায়
মেঘ কারে ডেকে যায় আজ এই অবেলায়
ডেকে যায় তোমায় নাকি আমায়।